Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। কাঁথি হাসপাতাল থেকে গায়েব মৃতদেহ ।।

কাঁথি হাসপাতালে মৃতদেহ গায়েব। মৃতদেহ গায়েব হওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় রীতিমতো হুলস্থুল পড়ে যায় কাঁথি হাসপাতালের জরুরী বিভাগ সহ হাসপাতাল চত্বরে । ঘটনার কথা জানাজানি হলে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। বহু খোঁজাখুঁজিতে গায়েব হওয়া মৃতদেহের কোন সন্ধান না পাওয়া গেলে অবশেষে কাঁথি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানায় খবর দেন । হাসপাতাল সূত্রে জানা গেছে মারিসদা থানার বেতালিয়া গ্রামের বিজয় দেবনাথ বাড়ির পাশে পুকুরের স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় । এরপর পরিবারের লোকেরা দেখতে পেয়ে বিজয় দেবনাথকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ও মৃতদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। এরপরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। মৃতদেহ ঘরে ঢুকানোর আগেই হঠাৎই পরিবারের লোকেরা কোন কিছু না জানিয়েই মৃতদেহ নিয়ে চম্পট দেয় । পরে মৃতদেহের খোঁজ করলেও কোন সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ। অপরদিকে হাসপাতাল থেকে মৃতদেহ গায়েব হওয়ার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ অফিসার রফিকুল ইসলামের নেতৃত্বে ও মারিসদা থানার সহযোগিতায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে বেতালিয়া শ্মশান থেকে মৃতদেহটি উদ্ধার করে । এর পরে হাসপাতালে ফিরিয়ে আনা হয় মৃতদেহ। হাসপাতালে আনা হলে দুদিকে পুলিশ ও রাফ বাহিনী ঘিরে রাখে। জানা গেছে মৃতদেহটি হাসপাতাল থেকে নিয়ে গিয়ে অন্ত্যষ্টি ক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল । এই ঘটনাটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। বিজয় দেবনাথ এর মৃত্যু জলে পড়ে নাকি অন্য কিছু রহস্য রয়েছে । এই মৃত্যুকে ঘিরে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের কথায় মৃতদেহটি সুরক্ষিতভাবে রয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হবে।

Related News

Also Read