Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কালী পুজার আগে বে আইনী শব্দবাজীর বিরুদ্ধে কোলাঘাট পুলিশের সাফল্য।

মঙ্গলবার বিজয় দশমীর দিন গভীর রাতে বেআইনী শব্দবাজী রোধে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি এবং বাজি তৈরি করার মসলা উদ্ধার করল ।

দশমীর রাত বারোটা নাগাদ কোলাঘাট থানার গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে শব্দ বাজী এবং বাজী তৈরি করার মশলা উদ্ধার করল পুলিশ। তমলুকের এসডিপিও সাকিব আহমেদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে কোলাঘাটের পূর্ণ চন্দ্র দাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজী এবং বাজী তৈরি করার মশলা উদ্ধার করেন। ওই বাড়ি থেকে পূর্ণচন্দ্র বাবুকে আটক করে নিয়ে যায় কোলাঘাট থানার পুলিশ। অন্যদিকে শব্দবাজীকে নিরাপদ নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। পুজোর মধ্যে এত বারুদ উদ্ধারে উদ্বেগ বাড়াচ্ছে পুলিশ প্রশাসনকে।

Related News

Also Read