মন্দিরে পুজো দিতে এসে পুকুরে নামলে জলে তলিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ভগবানপুর গ্রামের বাসিন্দা মুকুল আলী (৬২) মংলামাড়োর মঙ্গলা মন্দিরে পুজো দিতে আসেন। পুকুরে সম্ভবত হাত পা ধুতে গেলে সেইসময় তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে গোনাডা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে বলেন। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post Views: 25