প্রদীপ কুমার মাইতি :- ভরদুপুরে বাড়ির বারান্দায় মোমবাতি জ্বালিয়ে খেলাধূলা করছিল দুই শিশু। খেলতে খেলতে জ্বলন্ত মোমবাতিটি পালস্টিকের আসবাবপত্রে লেগে গিয়ে মুহূর্তের মধ্যে বিশাল অগ্নিসংযোগ ঘটে বলে অভিযোগ। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে।
এই ঘটনার জেরে স্থানীয় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। ঐ বাড়ির মালিক চন্দন দাস জানিয়েছেন, বাড়ির বারান্দায় থাকা বহু পালস্টিকে আসবাবপত্র থেকে আগুন দাউ দাউ করে জ্বলে ছাদের এসবেস্টস ও কড়িকাঠে লেগে ঘরের ভিতরে পুরো জ্বলে ছারখার হয়ে গিয়েছে।
পাশাপাশি ইলেকট্রিকের সমস্ত তার পুড়ে ছারখার হয়ে গিয়েছে। অবশেষে প্রতিবেশি ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে টুলু পাম্প চালিয়ে জল ঢেলে আগুন নেভায়। দমকল আসার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। ঘটনার তদন্তে দমকল ও পুলিশ। এই ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।