কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডে কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্নার উদ্যোগে ভোট রক্ষা শিবির চলছে।পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাঁথি সাংগঠনিক জেলার নেতৃত্ব গণ উপস্থিত থেকে ওয়ার্ডের ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তা করেছেন ।

উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তুহিন মেইকাপ, স্বপন কুমার জানা, দুলাল রায়,দেবাশিস দাস,অমলেশ দাস, শ্রীকান্ত দাস সহ বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব গণ।
বিশিষ্ট প্রধান শিক্ষক ও কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না বলেন, আমাদের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবিরে এনুমারেশন ফর্ম পূরণের জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাঁথি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই শিবিরে সহায়তা করেছেন। তিনি উপস্থিত সকল শিক্ষক নেতৃত্ব বৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।





