জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের জনক ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী’র বলিদান দিবসে কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয়ে ও কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠের সামনে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী’র আবক্ষ মূর্তিতে মালা দান করে ওনার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপনে অংশ গ্রহণ করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী , কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি সোমনাথ রায়, তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী , কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্র শেখর মন্ডল, কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই ও সুশীল দাস,
জেলা নেতৃত্ব অসীম মিশ্র, প্রভাকর চৌধুরী, ধীরেন্দ্র নাথ পাত্র, মনোরঞ্জন সিং, কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা সহ অন্যান্য জেলার ও নগর মণ্ডলের নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ।