Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

শীর্ষা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে “কবি প্রণাম ২০২৪”

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মউৎসবের উপলক্ষে  সংযুক্তা  বন্দোপাধ্যায়ের  দ্বারা  সঞ্চালিত সাংস্কৃতিক সংস্থা   শীর্ষা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে “কবি প্রণাম ২০২৪” র আয়োজন জ্ঞান মঞ্চ সভাগারে   এ করা হয়।  অনুষ্ঠানে  শিল্পীরা একক নৃত্যে ,  দলগত নৃত্য , একাঙ্কি নাটক ও রবীন্দ্র সংগীত  পরিবেশন  করেন ।   অনুষ্ঠান এ শাস্ত্রীয়  নৃত্য শিল্পী শ্রাবনী দাসের পরিচালনায় বালি ময়ূরী নৃত্য সংস্থার দুই নৃত্য  শিল্পী আদৃজা রিত ও শ্রী সরকার একক রবীন্দ্র নৃত্য পরিবেশন  করেন।  আদৃজা নিজের প্রস্তুতি তে “উড়িয়ে ধ্বজা …….. ” ও শ্রী সরকার “মধুরও ধ্বনি বাজে ……” অসাধারণ  নৃত্য প্রস্তুতি দিয়ে উপস্থিত দর্শকদের নজর কাড়লেন।

অনুষ্ঠানের শেষ  প্রস্তুতিতে নৃত্য শিল্পী অরিতা চ্যাটার্জির পরিচালনায় লাস্য ড্যান্স একাডেমীর ছাত্রীরা দলগত নৃত্যে পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেন।  অনুষ্ঠানের শেষে শিল্পীদের সম্মান  করা হয়।

Related News

Also Read