পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের কাটাপুকুরিয়ায় রাস্তা থেকে এক প্রৌঢ়ার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ ।
আরতি জানা (৬০) নামে পেশায় সবজি ব্যবসায়ী ওই মহিলা।মনে করা হচ্ছে মংগলবার সবজি ব্যবসায়ী ওই মহিলা ব্যবসা সেরে রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার টাকা পয়সা ও গায়ে থাকা সোনার গয়না ছিনতাই করে। চিনে ফেলায় ওই মহিলার গলা কেটে তাকে খুন করে দুষ্কৃতীরা। বুধবার এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
খবর পাওয়ার পরেই পটাশপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে.মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে
Post Views: 12