পরীক্ষার্থী নিয়ে যাওয়া মারুতি গাড়িতে ধাক্কা মেরে রেলের লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকার সময় তাকে ধাক্কা দিল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছে পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন বাস যাত্রী। ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় জঙ্গলমহল লালগড় থেকে মেদিনীপুর গামী একটি যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় ভাদুতলা রেলস্টেশনের পাশে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থী নিয়ে যাওয়া একটি মারুতি গাড়িতে ধাক্কা মেরে লেভেল ক্রসিংয়ে ধাক্কা মারে ।নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া এই যাত্রী বোঝাই বাসের যাত্রীরা কমবেশি করে আহত হয় ।মারুতিতে থাকা বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।





