Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের বসে আঁকো প্রতিযোগিতা 

প্রদীপ কুমার সিংহ

 

পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রাজ্য ব্যাপীর প্রত্যেকটি মহাকুমার এলাকায় শনিবার বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারূইপুর মহকুমা বারুইপুরে তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় শনিবার দুপুরে সোনারপুর কামরাবাদ গার্লস হাই স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা হয়।

এই অনুষ্ঠানে বারূইপুর মহকুমা এলাকার সোনারপুর, বারুইপুর, জয়নগর ও কুলতলী এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রায় ১৫০ জন প্রতিযোগী ওই অংশগ্রহণ করে। দুটি বিভাগে এই প্রতিযোগিত হয়। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী ক বিভাগ ও পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী খ বিভাগে এই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বিমান দাস, সমীর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের ডি এম ডি সি, সন্দীপ পাঠক, বারুইপুর তথ্য ও সংস্কৃত দপ্তরের আধিকারিক কামিনী রঞ্জন রায় ও সংস্কৃতি দপ্তরের কর্মীরা।

এই প্রতিযোগিতা শুরু হয় দুপুর একটা থেকে তা চলে দুপুর আড়াইটা পর্যন্ত। এই প্রতিযোগিতায় খ বিভাগে প্রথম হয়েছে ঋষিতা সেন সে কামরাবাদ গার্লস স্কুলের স্টুডেন্ট, দ্বিতীয় স্থান দখল করেছেন ঋদ্ধি মন্ডল বারুইপুরের স্টুডেন্ট, তৃতীয় স্থান দখল করেছেন অঙ্কিতা মন্ডল কামরাবাদ গার্লস স্কুল স্টুডেন্ট । ক বিভাগে প্রথম হয়েছেন পিনাকী দাস দ্বিতীয় হয়েছেন অঙ্কিতা হালদার, তৃতীয় হয়েছে রসিকা রায়।

প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে প্রত্যেককে শংসাপত্র ও পুরস্কার দেওয়া হয়। সমস্যা হতে পারে তবে এই প্রতিযোগিতা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার হয়েছে তাদের প্রত্যেককে শিশু কিশোর একাডেমিতে পাঠানো হবে।

Related News

Also Read