Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বারুইপুর থেকে ক্যানিং পর্যন্ত আবার বাস সার্ভিস চালু হল

প্রদীপ কুমার সিংহ :- প্রায় ১০-১২ বছর আগে বারুইপুর থেকে ক্যানিংয়ের দিকে শেষ পাবলিক বাস ছেড়েছিল।
বাস মালিক ইউনিয়নের পক্ষ থেকে সেই বাস সার্ভিস বন্ধ করে দিয়েছিল। রবিবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জীর সহযোগিতায় ফের চালু হল বারুইপুর থেকে ঝড়খালি।,গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘ দিন এই পরিষেবা বন্ধ থাকায় মানুষ কে ক্যানিং যেতেই হয়রান হতে হচ্ছিল। বারুইপুর থেকে একমাত্র অটো ছাড়া অন্য কোন পাবলিক এর জন্য গাড়ি ছিল না। ফলে বারুইপুর থেকে ক্যানিং যেতেই অটো ভাড়া পড়তো 50 টাকা। এতে সাধারন মানুষ খুবই অসুবিধায় পড়তে অত্যধিক  ভাড়ার জন্য। এই বাস ভাড়া মানুষের আয়ত্তের মধ্যেই রাখা হবে, পাশাপাশি 46 টি বাস চলবে এই তিনটি রুটে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠন। র

এদিন তিনটি রুটের বাস পরিষেবা উদ্বোধন করেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বাবু বলেন, চালকদের সতর্ক করে গাড়ি চালাতে হবে। কোনো ভাবেই এই পরিষেবা বন্ধ করা যাবে না। প্রসঙ্গত, কয়েক বছর আগে বাস পরিষেবা চালু হলেও যাত্রী না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল। এই বাস পরিষেবা চালু হওয়ার জন্য সাধারণ মানুষ খুবই খুশি।

Related News