ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক নারী পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। গাড়ি চাপা দেওয়ার পর একই গাড়ি দিয়ে ওই নারী পথচারীকে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। পরে গাড়ি চালককে পথরোধ করে গণপিটুনি দেয় সাধারণ জনতা। গণপিটুনিতে গাড়ি চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সহযোগী অধ্যাপক আজহার জাফর শাহ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর নাম রুবিনা আক্তার (৪৫)। তার বাসা রাজধানীর তেঁজগাওয়ের হুন্ডার গলি এলাকায়। রুবিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শুক্রবার গভীর রাতে রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে রুবিনা আক্তার নামের এক নারী নিহতের মামলায় ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ মামলার এজাহার গ্রহণ করেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. জাফরকে মামলাটি তদন্ত করে ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।