পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা নেতাজী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্মদিন উদযাপন করলো। ডিসেম্বর মাসে যাদের জন্ম হয়েছে সে সমস্ত ছাত্রছাত্রীদের ঘটা করে জন্মদিন পালন করল বিদ্যালয় কর্তৃপক্ষ।
রীতিমত কেক কেটে ,মোমবাতি জ্বেলে, গোলাপ দিয়ে বরণ করে তাদের জন্মদিন পালন করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে এই জন্মদিন অনুষ্ঠানে সামিল হয় বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীরাও। তাদের এই জন্মদিন পালন করাতে খুশি সেই সমস্ত ছাত্রছাত্রীরা। কেক কাটার সাথে সাথে জন্মদিন পালন উপোলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের জন্য হরেক রকম মেনুর খাবার দাওয়ারও ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।
ছাত্র-ছাত্রীদের জন্ম মাস পালনের দিনে সকল ছাত্র ছাত্রীদের পাতে পড়ল মাছ মাংস পায়েস মিষ্টি সহ রকমারি খাওয়ার। এমন উদ্যোগে খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবকরা।