ইন্দ্রজিৎ আইচ :- পুজো আর হাতে গোনা আর মাত্র কয়েকদিন। এর মধ্যে প্রকাশিত হচ্ছে বিভিন্ন ছোট থেকে বড় নানা ধরণের পুজো সংখ্যা। এর মধ্যেই এক ঘরোয়া পরিবেশে দক্ষিণ কলকাতার ভুপেস ভবনে সব থেকে বিখ্যাত ক্লাব ত্রিধারা প্রকাশ করলো তাদের ঐতিহ্যবাহী “ত্রিধারা শারদ সংখ্যা “।
ত্রিধারা দীর্ঘ কয়েক বছর ধরে খুব ঐতিহ্য র সাথে যত্ন সহকারে এই পত্রিকা বের করছে। যেখানে নানা ধরণের বিখ্যাত সাহিত্যিকদের গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, নানা বিখ্যাত চিত্রকর দের ছবি পাশাপাশি বিনোদন, খেলা, রান্না ,সাক্ষাৎকার থেকে নানা ধরণের বর্ণময় লেখায় সমৃদ্ধ এই ত্রিধারা পুজো সংখ্যা।
সম্প্রতি এই পুজো সংখ্যাটি প্রকাশ অনুষ্ঠানে ছিলো চাঁদের হাট।
ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাহিত্যিক বিথী চট্টোপাধ্যায়, শঙ্করলাল ভট্টাচার্য, নিরসিংহ প্রসাদ ভাদুরী, চুমকি চট্টোপাধ্যায়, ত্রিদিপ চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, চিত্রকর যোগেন চৌধুরী সহ আরো অনেকে।
এবছর ত্রিধারা সাহিত্য সন্মান প্রদান করা হয় বিখ্যাত লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
তার হাতে সাহিত্য সন্মান তুলে দেন ত্রিধারার কর্ণধার ও এলাকার বিধায়ক এবং মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার ও সাহিত্যিক দেবযানী বসু কুমার।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন অদিতি মহসিন।সকল অতিথি রা এক কথায় এই ত্রিধারা শারদ সংখ্যার ভূয়সী প্রসংশা করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিস বসু। এক সাক্ষাৎকারে দেবাশিস কুমার জানালেন আমরা পত্রিকার মানের দিকে নজর দিই। এড এই বইতে কম থাকে। বহু মানুস আমাদের ভালো ভালো লেখা দিয়ে সাহায্য করেছেন। আশা করি ত্রিধারা শারদ সংখ্যা সকলের নজর কারবে।