ইন্দ্রজিৎ আইচ
ক্যালিডোস্কোপ প্রযোজিত ও সমীরণ দাস নিবেদিত গৃহপ্রবেশ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ জুন শুক্রবার। এই ছবির কাহিনী, সঙ্গীত ও পরিচালনা ইন্দ্রদীপ দাশগুপ্ত।
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়। চিত্রগ্রহণ প্রতিপ মুখোপাধ্যায়, সম্পাদনা সুজয় দত্ত রায়। এই ছবিতে অভিনয় করেছেন জিতু কামাল, শুভশ্রী
গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেন গুপ্ত, স্নেহা চট্টোপাধ্যায় ও আরো অনেকে।
সম্প্রতি ললিত গ্রেটিস্টান হোটেলে এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো। এই ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী, পরিচালক রাজ চক্রবর্তী, আবির চ্যাটার্জী সহ আরো অনেক শিল্পী ও কলাকুশলী।
Post Views: 18