প্রদীপ কুমার সিংহ
মানুষ রাস্তায় যাতে আইন-কানুন মেনে গাড়ি চালাতে পারে কোন দুর্ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্যই সেভ ড্রাইভ সেভ লাইফ একটি কর্মসূচি চালু হয়েছে। মূলত প্রায় এক সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় হয়, ১লা জুলাই থেকে ৮ই জুলাই পর্যন্ত। বুধবার বারুইপুর কাঁছাড়ি বাজার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে ছিল মিছিল বৃক্ষরোপণ হেলমেট প্রদান সেভ ড্রাইভ সেভ লাইফ গাড়িতে স্টিকার দেওয়া এবং রাস্তায় গাড়ি চালাতে গেলে কিভাবে চালাতে হবে তা নিয়মকানুন নিয়ে হ্যান্ডবিল বিলি করা।এই কর্মসূচিতে বারুইপুর পদ্মপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীর একটি মিছিল করে বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর রেলগেট হয়েবারুইপুর থানার পাশ থেকে পদ্মপুকুর স্কুল সোনার তরী কমপ্লেক্স পর্যন্ত যায়।

প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা পদব্রজে এই মিছিল হয়।এতে অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ট্রাফিক বিভাগে ডি এস পি গৌতম চক্রবর্তী, বারুইপুর কাছারি বাজার ট্রাফিক বিভাগের আধিকারিক প্রদীপ পাল, বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন সরকার,ক্যানিং ট্রাফিক বিভাগের সাব-ইন্সপেক্টর সুজয় ঘোষ, সোনারপুরে ট্রাফিক বিভাগের আধিকারিক সুকান্ত, বারুইপুর কাছারি বাজারে ট্রাফিক বিভাগের ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন মোল্লা সহ অন্যান্য ট্রাফিক বিভাগের কর্মী ও আধিকারিকরা।

এই অনুষ্ঠানে বারুইপুর পদ্মপুকুর বাইপাসের পাশে ফাঁকা জায়গায় বেশ কিছু বৃক্ষরোপণ করা হয়। এই বৃক্ষ রোপন করেন ডি এস পি গৌতম চক্রবর্তী, উপস্থিত বেশ কিছু ট্রাফিক বিভাগের আধিকারিক গন। সেই সঙ্গে কয়েকজন হেলমেট বিহীন মোটরবাইক চালককে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয় এবং সতর্ক করা হয় বিনা হেলমেটে গাড়ি চালাবেন না। অনেক গাড়িতে দেখা গেছে সেভ ড্রাইভ সেভ লাইফে কোন স্টিকার নেই।

গাড়িতে স্টিকার লাগানো হয় এবং রাস্তায় গাড়ি চালাতে গেলে কি কি আইন কানুন আছে তার একটা হ্যান্ডবিল পথ চলতি বাইক চালক অটোচালক, ছয় চাকা চার চাকা গাড়ি চালকদের বিলি করা হয়। এই কর্মসূচি দেখে সাধারণ মানুষ খুবই খুশি হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ট্রাফিক বিভাগের ডি এস পি গৌতম চক্রবর্তী বলেন এই কর্মসূচি যত বেশি করে করা যাবে মানুষ তত বেশি সচেতন হবে।





