প্রদীপ কুমার সিংহ স্কুল থেকে বাড়ি আসছিলেন চার-পাঁচজন ছাত্রী একসঙ্গে। রাস্তার মধ্যেই এক যুবক ওই ছাত্রীদের মধ্যে এক ছাত্রীকে শ্লীলতাহানির করার অভিযোগ ওঠে।পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি। প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে শ্লীলতাহানি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা রাই পুরে এলাকায়। ওই ছাত্রীর অভিভাবক জানান স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ঐ ছাত্রী। তার সাথে আরও সহপাঠীরাও ছিল। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে অভিযুক্ত যুবক যাচ্ছিল। আচমকা দাঁড়িয়ে ঐ ছাত্রীর অসভ্যভাবে গায়ে হাত দেয়। তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপর ছেলেটি পালিয়ে যায় । ছাত্রীর অভিভাবক পরে সেই অভিযুক্ত যুবককে ধরে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। স্থানীয় বাসিন্দারা রাস্তাতেই তাকে ধরে ফেলে। তারপর খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এক ছাত্রী শ্লীলতাহানী করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
