Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

এগরাে জমি জবরদখলের চেষ্টা, হামলায় আহত চাষী পরিবার”

একেবারে প্রকাশ্যে হামলা চালিয়ে জমি জবরদখলের চেষ্টা পূর্ব মেদিনীপুরের এগরায়। গায়ের জোরে জমি দখলের চেষ্টা দুষ্কৃতীদের। বাধা দিতে এলে লাঠিসোটা নিয়ে হামলা ও আক্রমণ।  ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের বরদা গ্রামে। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের বাসিন্দা নমিতা বেরা ও তাঁর স্বামী রমেশ চন্দ্র বেরার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একটি ৭৬ ডেসিমিল জলজমিতে গত ৩১ জানুয়ারি চাষ করার সময় কিছু বহিরাগত দুষ্কৃতী এসে হামলা চালায়।

দুষ্কৃতীরা চাষের জমি ছেড়ে চলে যেতে বললে নমিতা বেরা ও রমেশচন্দ্র বেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রমেশ বেরার অভিযোগ দুষ্কৃতীরা লাঠি নিয়ে এসে ঐ জমি জবরদখল করার চেষ্টা করে। বাধা দিলে তাঁদের উপর চড়াও হয়ে কিল, চড়, লাঠি দিয়ে বেধাড়ক মারধর করে। এমনকি স্ত্রী নমিতা বেরা কাপড় ছিঁড়ে দেয় সাথে শ্লীলতাহানীও করে। চিৎকার চেঁচামেচি শুনে পাশের জমি থেকে চাষীরা ছুটে এসে উদ্ধার করে। পরে নমিতা বেরা ও তাঁর স্বামীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর গত ১ ফেব্রুয়ারী ইলিয়াস খাঁন, সেক ইউসুফ, সেক জুল্লু রহমান, সেরাফত খাঁন ও সুভাষ মিশ্রর বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় নমিতা বেরা ও তাঁর স্বামী। থানায় অভিযোগ জানানোর পরেও চরম আতঙ্কে রয়েছে ঐ চাষীর পরিবার। আগামীদিনে ঐ জমিতে কিভাবে চাষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন স্থানীয় চাষির পুরো পরিবার।

Related News