কেকা মিত্র
শহরের অন্যতম বিশ্বস্ত হাসপাতাল SH Binayak Multi-speciality Hospital, Institute of Breast Disease Kolkata এবং Asian Medical Foundation-এর মিলিত উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন হোম কেয়ার পরিষেবা ‘স্নেহ স্পর্শ’। এই পরিষেবা শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য নয়, যেকোনো রোগী, যিনি শারীরিকভাবে হাসপাতালে বারবার যেতে অক্ষম বা বাড়িতে থেকে চিকিৎসা নিতে চান, তাদের জন্যই এটি বিশেষভাবে পরিকল্পিত। আজ নিউ টাউন এর ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টে
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের Director of Health Services (DHS) ডা: স্বপন সরেন এই অভিনব পরিষেবার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন NASSCOM-এর চেয়ারম্যান সঞ্জয় চট্টোপাধ্যায়, যিনি উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করবে।
বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা: দেবজয় সাউ SH Binayak Hospital-এর পথচলা ও সাফল্যের গল্প ভাগ করে নেন। তিনি বলেন, “হাজার হাজার মানুষের আস্থাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।”
ডা: সৌমেন দাস বলেন, “স্নেহ স্পর্শ শুধু একটি পরিষেবা নয়, এটি আমাদের মমতা আর দায়িত্ববোধের প্রতিফলন। আমরা চাই প্রতিটি রোগী বাড়িতে থেকেই সঠিক চিকিৎসা ও যত্ন পাক, বারবার হাসপাতালে যেতে না হয়।”
বিশিষ্ট মেডিকেল অনকোলজিস্ট ডা: তন্ময় কুমার মণ্ডল জানিয়েছেন, Binayak Hospital-এর উন্নত চিকিৎসা সুবিধায় ইতিমধ্যেই ১০,০০০ এরও বেশি রোগী উপকৃত হয়েছেন। তিনি হাসপাতালের ‘জীবনের সাথী’ ন্যাভিগেটর প্রোগ্রামের কথাও উল্লেখ করেন, যা রোগীর সম্পূর্ণ চিকিৎসা যাত্রায় সহায়ক।
ডা: সায়ন্তন মুখোপাধ্যায় পরিষেবার বিস্তারিত তুলে ধরেন- বিশেষজ্ঞ ডাক্তার বাড়িতে গিয়ে চিকিৎসা দেবেন, অভিজ্ঞ নার্স ও পরিচারকরা সার্বক্ষণিক সেবা দেবেন, প্রয়োজন হলে ফিজিওথেরাপি, পুষ্টি ও প্যালিয়েটিভকেয়ার, ওষুধ সরবরাহ, টেস্টের জন্য নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সুবিধা সবই থাকবে এই পরিষেবার অন্তর্ভুক্ত।
বিক্রম সিং বিনায়ক অতিথিদের সম্মান জানান এবং বলেন, “আমার বাবার স্বপ্ন ছিল এমন এক হাসপাতাল গড়ে তোলা, যেখানে মানুষ সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা ও মানবিক যত্ন পাবে। আজ আমাদের ডাক্তার-পরিচালকরা সেই স্বপ্নকেই বাস্তব রূপ দিয়েছেন।”
সবশেষে প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: সুখময় বারিক সকলকে ধন্যবাদ জানান ও হাসপাতালের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সাংবাদিক সম্মেলনে ডাক্তার সৌমেন দাস বলেন আজ একদিনের এই সন্মেলনের নাম দেওয়া হয়েছে “কোয়েস্ট ২০২৫”। এই কনফারেন্স এ সারা ভারতবর্ষ থেকে ২৫০ জন ডাক্তার যোগ দেয়। এটা আমাদের দ্বিতীয় সন্মেলন। মূলত এই কনফারেন্সের লক্ষ হলো মেডিক্যাল সায়েন্স এবং অঙ্কোলজির উন্নতি এবং আরো অত্যাধুনিক চিকিৎসার লক্ষ্যে
এই সম্মেলনের আয়োজন করা।
ডাক্তার সায়ন্তন মুখোপাধ্যায় বলেন আজ ৪০ জন ডাক্তার বিভিন্ন ধরনের ক্যান্সার ও সার্জারী এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবা নিয়ে এই সন্মেলনে আলোকপাত করেন।
তার মধ্যে উল্লেখযোগ্য হলেন
ডাক্তার বিশ্বজিৎ ব্যানার্জী, ডাক্তার তন্ময় মন্ডল, ডাক্তার গার্গী নন্দী, ডাক্তার অভিক মন্ডল, ডাক্তার প্রিয়জিৎ বাগচী, ডাক্তার রাধারমণ মন্ডল, ডাক্তার
আনোয়ার আলী মল্লিক, ডাক্তার
রাহুল আগরওয়াল, ডাক্তার সাগ্নিক রায়, ডাক্তার অনুপম দত্ত, ডাক্তার ধৃতিমান মৈত্র, ডাক্তার সুদীপ দাস, ডাক্তার রাজীব জানা, ডাক্তার দেবজয়
সাউ, ডাক্তার কৌশিক চ্যাটার্জী, ডাক্তার জয়দীপ ঘোষ, ডাক্তার
সৌমেন দাস, ডাক্তার স্বাগত বিশ্বাস , ডাক্তার বিভাষ বিশ্বাস সহ আরো অনেকে।