বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী সমন্বয়ে সচেতনতামূলক ট্যাবলো সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা হলো ২৪ তম কাঁথি বইমেলা। ফিতা কেটে জ্ঞানদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলা কমিটির সভাপতি অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা।

উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস, কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি, উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ,বইমেলা কমিটির সহ-সভাপতি গঙ্গারাম মিশ্র, রেডক্রস সোসাইটির কাঁথি শাখার সম্পাদক ডঃ দিলীপ দাস প্রমূখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীত শিল্পী নটেন্দ্রনাথ দাস ও তার সহযোগীবৃন্দ।

পৌর প্রধান সুপ্রকাশ গিরি বলেন বইমেলায় বই পড়ার আগ্রহকে বৃদ্ধি করার জন্য দুস্থ ছাত্র-ছাত্রীদের জন্য একটি পাঠযোগ্য স্থান রাখার জন্য।উদ্দেশ্য একটাই যারা বই কিনতে পারেন না তারা যাতে বই পড়তে পারেন সেজন্যে। বইমেলাতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রাজনারায়ণ বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও সুকান্ত ভট্টাচার্য এর প্রতি। বিদগ্ধ সৃষ্টিকর্তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দেমাতরম সংগীতের সার্ধশতবর্ষ পুর্তিতে সংগীত পরিবেশন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বইমেলা প্রাঙ্গণ ভরিয়ে তুলেছে দেশ পাবলিশিং, ন্যাশনাল বুক এজেন্সি সহ অন্যান্য প্রকাশনী সংস্থা তাদের প্রকাশন পসরা নিয়ে হাজির হয়েছে। ৩০ টির ও বেশি বুক স্টল হয়েছে। প্রতিদিন থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সব মিলিয়ে শীতের রাতে ভোরে উঠেছে কাঁথি শহরে রাও রিক্রীয়েশন ক্লাব প্রাঙ্গন বই মেলায়।




