Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। আ্যপোলো হসপিটালে বেদনা মুক্ত আধুনিক কার্ডিয়াক সার্জারি ।।

ইন্দ্রজিৎ আইচ:-যাদের আশির ওপর বয়স এবং যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য বেদনা মুক্ত কার্ডিয়াক অপারেশন এর ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আ্যপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল।

কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই হসপিটাল এর বিখ্যাত হৃদ বিশেষজ্ঞ ডাক্তার সুষন মুখোপাধ্যায় জানালেন আমরা এই হসপিটালে দীর্ঘ এক দশক ধরে ৪০০০ হাজার মানুষের হার্ট অপারেশন করেছি শুধুমাত্র মাইক্রো সার্জারির মাধ্যমে।

এ ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি তে ৮ থেকে ১০ ইঞ্চি কাটার বদলে এই মাইক্রোসার্জারি তে ১’৫ থেকে ৩ ইঞ্চি কাটলে কাজ হয়ে যায়। এতে রোগী বেদনা মুক্ত ও ক্ষত বিহীন ভাবে তিনি তাড়াতাড়ি সুষ্ঠ হয়ে ওঠেন। মাত্র তিন থেকে চারদিন হসপিটাল এ ভর্তি থাকতে হয়।

এইদিন প্রেস ক্লাবে হলদিয়া থেকে এসেছিলেন ৮৭ বছরের অশ্বিনী ভূঁইয়া। তার মাত্র কদিন আগে এই হার্ট অপারেশন হয়েছে এই হসপিটালে মাইক্রো সার্জারি করে। তিনি জানালেন আমি পুরোপুরি সুস্থ আছি। হেটে চলে বেড়াচ্ছি। ভালো আছি। অন লাইন কনফারেন্স এর মাধ্যমে ব্যাঙ্গালোর থেকে ৮৫ বছরের গীতা ঘোষ সেই একই কথা জানালেন ও আ্যপোলো হসপিটালের মাইক্রো সার্জারির এই আধুনিক চিকিৎসা কে সাধুবাদ জানান।

তিনিও ভর্তি ছিলেন এই একই কারণে। সব মিলিয়ে হার্ট অপারেশন এর ক্ষেত্রে আ্যপোলো মাল্টিস্পেসালিটি হসপিটাল মাইক্রো সার্জারি তে হার্ট ওপেন না করে এক নতুন দিগন্ত সৃষ্টি করেছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আ্যপোলো হসপিটাল এর পূর্ব ভারতের প্রধান ডাক্তার সুরিন্দার সিং ভাটিয়া।

Related News

Also Read