পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শহীদ মাতঙ্গীনি ব্লকের জামিট্যা সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারলো না শুভেন্দু অধিকারী-নিরঞ্জন সিহিরা।নির্বাচনের আগেই নির্বাচন জিতে নিলো রাজ্যের শাসক দল তৃনমূল।
জামিট্যা সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন আগামী ২৫ ফেব্রুয়ারী।আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।জানা গেছে প্রতিনিধি নির্বাচনে ৪৪টি আসনের একটাতেও প্রার্থী দিতে পারেনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দল বিজেপি।তবে শুধু বিজেপি নয় কংগ্রেস-সিপিএম কোন দলই কম করে একটাও প্রার্থী দিতে পারেনি।স্বাভাবিক কারনে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের এই বেহাল দশা নিয়ে চর্চা জোর।
জানা গেছে খারুই এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক সেরাজুল এর নেতৃত্বে এই সমবায় দীর্ঘদিন ধরে তৃনমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছে।
জয়ী তৃনমূল নেতারা জানান, এই সমবায় সমিতির আগের থেকে বহু উন্নয়ন হয়েছে,তাই কোন বিরোধী হয়ে কেউ প্রার্থী হতে রাজী হয়নি। তৃণমুলের মনোনীত সব প্রার্থীই বিনা নির্বাচনে জয়লাভ করল।