Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। তিন বছরের শিশু কন্যার স্বীকারোক্তি অ্যাসিড হামলা করেছে বাবা-মা ।।

জায়গা জমি নিয়ে বিবাদের কারনে নিজের মেয়ে নাতনির ওপরে অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠেছিলো এক বৃদ্ধ দম্পতির উপরে। জামাই বিশ্বজিৎ সামন্ত ও মেয়ে মৌমিতা মন্ডল সামন্ত এই অভিযোগ এনেছিলেন।যাকে ঘিরে নিন্দার ঝড় বয়ে গিয়েছিলো।সেই কান্ডে এবার নতুন মোড় ।সাংবাদিকের কাছে অ্যাসিড হামলা আক্রান্ত তিন বছরের শিশু কন্যার সরল স্বীকারোক্তিতে এবার প্রকৃত ঘটনা সামনে আসতে চলেছে।

গত ২৩ আগস্টের ঘটনা। বিশ্বজিৎ বাবুর স্ত্রী ও তিন বৎসরের শিশুকন্যা তাঁর শ্বশুরবাড়ি সংলগ্ন চকশ্রীকৃষ্ণপুর এলাকায় ফুল তুলতে যায়।সেই সময়ে তাঁদের উপরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।   
দীর্ঘদিন ধরে তাঁর বাবা-মায়ের সাথে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছে বলে দাবি করেছেন  বিশ্বজিৎ বাবুর স্ত্রী মৌমিতা মন্ডল সামন্ত।তার জেরেই এই জঘন্য ঘটনা বলে তিনি দাবি করেন ।

উল্লেখ্য পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় শশুর বাড়ির কিছুটা দূরে একটি বাড়িতে ভাড়ায় থাকেন। বিশ্বজিৎ বাবুর নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। 

মেয়ে মৌমিতার অভিযোগের পরে সেই হামলার কথা অস্বীকার করেন বাবা রামপ্রসাদ মন্ডল ও মা সন্ধ্যারানী মন্ডল।সেই কান্ডে এবার নতুন মোড় ।তমলুক জেলা হাসপাতালে চিকিৎস্যাধীন সাড়ে তিন বছরের শিশু কন্যা তার মায়ের পাশে শুয়েই সাংবাদিককে শিশুর চাঞ্চল্যকর জবানবন্দি

কে করেছে এটা?

শিশুর উত্তর “মা, বাবা”

অ্যাসিড কে দিয়েছে ??

শিশুর উত্তর “মা, বাবা”

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ।

Related News

Also Read