প্রদীপ কুমার সিংহ :- ভারতে মুখ্য নির্বাচন কমিশন ২০২৪ লোকসভা ভোটে সার্কুলার দিয়েছিল যে ৮৫ বছরের উপরে বয়স্ক মানুষের বাড়িতে গিয়ে ভোট দানের ব্যবস্থা করা হবে।
সেই মোতাবেক দক্ষিণ ২৪ পরগনা জেলায় বারুইপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দার রসময় মজুমদারের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সকালে ভোট কর্মীরা, ভোট নেন। যদিও রসময় মজুমদারের বয়স ৯৪ বছর।
এই ভোট দিয়ে রসময় বাবু বলেন খুবই ভালো লেগেছে।
ভোট কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন চারজন সিআরপিএফ জোওয়ান। তাছাড়া একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন। কর্মীরা যখন রসময়ে পাবো ঘরে ভোট নিতে যান তখন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডরা উপস্থিত ছিলেন।
এই দিন বারুইপুর পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডে নতুন পাড়া এলাকায় প্রায় চারজন প্রবীণ ভোটারের বাড়িতে গিয়ে ভোট কর্মীরা ভোট নিয়ে আসেন।
Post Views: 17