Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সাংবাদিক সম্মেলন ।।

ইন্দ্রজিৎ আইচ :- বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এক নজির সৃষ্টি করেছে ঠাকুরপুকুর এর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার। এই হসপিটাল এ এক সাংবাদিক সন্মেলনে ডাক্তার পি পি গুপ্ত জানালেন আমাদের এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অপারেশন ১০০ জনের বেশি হয়ে গেছে। মোট বেড সংখ্যা আছে ৩১১ টি । এই অপারেশনের জন্যে আছে ৪ টি।স্বাস্থ্য সাথী তে প্রচুর অপারেশন হচ্ছে । এখন আমাদের।বলেন আমাদের মূল লক্ষ্য হলো চিকিৎসা ক্ষেত্রে রোগীদের ভালো পরিষেবা দেওয়া।

এই হসপিটাল এর ডিরেক্টর ডাঃ অর্ণব গুপ্ত জানালেন আমাদের এখানে ক্যান্সার চিকিৎসা সবথেকে যত্ন সহকারে হয়। শুধু তাই নয় চিকিৎসার খরচ অন্য হসপিটাল এর থেকে কম। এই হসপিটালে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন এই হসপিটাল এর সেক্রেটারি অঞ্জন গুপ্ত , ডাঃ আর এন ঘোষ,ডাঃ অরিজিৎ বিষ্ণু এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এ সুস্থ হাওয়া কিছু রোগী।

Related News

Also Read