সাত দিন নিখোঁজ থাকার পরে এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।জানা গেছে মঙ্গলবার সকালে হলদিয়া ব্লকের বড়বাড়ি গ্ৰামের গঙ্গাখালি খালে এলাকার এক নিখোঁজ ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সুত্রে জানা গেছে দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলখোলা গ্ৰামের বাসিন্দা সুশান্ত মাইতি(৬১)।এই প্রৌঢ় প্রায় সপ্তাহখানেক আগে বাড়ি থেকে বাজারে বেরিয়ে যাওয়ার পরে আর ফেরেন নি।তাঁর খোঁজে বাড়ির লোকেরা বিভিন্ন এলাকায় যোগাযোগ করেও সন্ধান পান নি
স্থানীয়দের অনুমান ওই ব্যক্তিকে কেউ খুন করে দেহ খালের জলে ফেলে দিয়েছে।কিন্তু কি কারণে এই খুন তদন্ত করে দেখছে ভবানীপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
মৃতের পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন অবিলম্বে ঘটনার তদন্ত করে খুনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করুক পুলিশ






