হোসিয়ারী শ্রমিকদের রাজ্য সরকার ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে বকেয়া চার(২০২২,২৩,২৪,২৫)বছরের মজুরী বৃৃদ্ধি কার্যকর না হওয়ায় সারা রাজ্যের কয়েক লক্ষাধিক হোসিয়ারী শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে সরকার ঘোষিত ওই মজুরী অনুসারে রেটবদ্ধির দাবীতে আজ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পক্ষ থেকে শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটককে অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক,সভাপতি মধুসূদন বেরা, যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব শাসমল।
ইউনিয়নের জেলা কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,গত চার বছরে সরকার মোট ৭ বার মজুরীবৃদ্ধি করলেও আজও হোসিয়ারীর মেকার মালিকেরা সেই বর্দ্ধিত মজুরী শ্রমিকদের দেয় নি। অবিলম্বে ওই মজুরীবৃদ্ধি কার্যকর করা না হলে ইউনিয়ন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।





