তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের আহবানে শুভ বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হলো কাঁথি শহরের একটি বেসরকারি অতিথি শালার সভাপতি। উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, বিধায়ক তরুণ কুমার মাইতি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিযূষ কান্তি পন্ডা, কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি, উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেক আনোয়ার উদ্দিন, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মন্ডল, পৌরসভার কাউন্সিলর অতনু গিরি, দেবাশিস পাহাড়ী,সেক সাবুল, সন্দীপ জানা, তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, রুমা দাস, শ্রাবণী জানা পাল,লীনা দাস মহাপাত্র, শংকরলাল দাস ,শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী ইলা মান্না,যুব সভাপতি অরুনাভ সিংহ,আই এন টি টি ইউ সি সভাপতি প্রদীপ লালা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন দাস অধিকারী। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বক্তাগণ আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য কর্মীদের আহ্বান জানান।





