নির্বাচন শেষের পরেও হিংসার শেষ নেই।শনিবার রাত্রে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন মালদা হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি।বস্তা এলাকায় হামলা চালানো হয় তার গাড়িতে। পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন ডিএসপি ট্রাফিক।
শনিবার রাত ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভোট পরিদর্শন করে ফিরছিলেন।বস্তা গ্রামে একদল দুষ্কৃতী পুলিশের গাড়ি আটকে পাথর ও ইটের টুকরো ছুড়তে শুরু করেন।
পাথরের আঘাতে ভেঙে যায় গাড়ির কাচ।মাথায় আঘাত লাগে ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জীর। ফেটে যায় মাথা। এরপর স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় জখম হয় আরো এক পুলিশকর্মী। রাতেই ওই পুলিশ
কর্মীকে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।
Post Views: 17