বালি ময়ূরী নৃত্য সংস্থার "রবীন্দ্র নজরুল জয়ন্তী "  - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

বালি ময়ূরী নৃত্য সংস্থার “রবীন্দ্র নজরুল জয়ন্তী ” 

ভরতনাট্যম ও সৃজনশীল নৃত্য শিল্পী শ্রাবনী দাসের নৃত্য প্রতিষ্ঠান বালি ময়ূরী নৃত্য সংস্থার তত্বাধানে “রবীন্দ্র নজরুল জয়ন্তী” নৃত্য অনুষ্ঠান উত্তরপাড়া গন ভবনে আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রিতিষ্ঠানের মোট ৮০ জন শিল্পী নৃত্য রবীন্দ্র ও নজরুল নৃত্য পরিবেশন করেন। শিল্পীরা একল ও দলগত নৃত্য পরিবেশন করেন।

প্রতিষ্ঠানের কর্নধার শিল্পী শ্রাবনী দাশ ভরতনাট্যম নৃত্যের প্রস্তুতি দেন। তাছাড়া অনুষ্ঠানে ১১ জন অতিথি শিল্পীরা একল , দ্বৈত ও দলগত নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে অতিথি নৃত্য শিল্পীদের মেমেন্টো প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে নিমাই চন্দ্র দাশ উপস্থিত ছিলেন । ইশিতা বন্দোপাধ্যায় মঞ্চ সঞ্চালনের ভূমিকায় পালন করলেন ।

Related News

16:02