প্রদীপ কুমার সিংহ
বারুইপুর আদালতের সিভিল বার অ্যাসোসিয়েশনে নির্বাচন হয় শুক্রবার। এই নির্বাচনে উকিলরা খুশির উৎসবে পরিণত করে।

অন্যান্য নির্বাচনের মত এখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ,পোলিং এজেন্ট সবাই এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ছিল।এই নির্বাচন সপ্তম বছরে পদার্পণ করে। মোট ভোটারের সংখ্যা ২৫৯ জন। ইন্ডিভিজুয়াল ভোট ক্যান্ডিডেট ছাড়া তিনটি প্যানেলে মোট ৪৪ জন ভোটার ক্যান্ডিডেট ছিল।

তিনটি প্যানেলে হলো হোয়াইট প্যানেল আস্তা প্যানেল ও ফেভারিট প্যানেল। আস্তা প্যানেলে ১৫ জন ও হোয়াইট প্যানেল ও ফেভারিট প্যানেলে ১২ জন করে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। এছাড়া একক ভাবে কয়েকজন দাঁড়িয়েছে। বার অ্যাসোসিয়েশনের এই ভোটের মাধ্যমে ১৫ জনের একটি কমিটি গঠন হবে। এই কমিটির মেয়াদ ৩ বছর থাকবে। এখানে কোন রাজনৈতিক দলের রং এখানে ছিল না। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা সময় পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটারের ফলাফল শুক্রবার রাতেই জানা যাবে।




