Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। পূর্ব মেদিনীপুরের রোড শোতে জনজোয়ারে ভাসলেন অভিষেক ।।

পশ্চিম মেদিনীপুরের জন সভা সেরে হেলিকপ্টারে চড়ে পূর্ব মেদিনীপুরে নির্বাচনী রোড শোতে যোগ দেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রবল গরম উপেক্ষা করেই এই রোড শোতে হাজির ছিলেন হাজার হাজার মানুষ।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মেছাদা থেকে বুড়ারী পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রোড শো ছিলো।



রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী আর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃনমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রকে দুই পাশে নিয়ে হুড খোলা গাড়িতে চড়ে প্রচার চালান অভিষেক।

প্রায় ছয় কিলোমিটার এই রাস্তার দুই ধারে সকাল থেকেই হাজার হাজার তৃনমূল কর্মী-সাধারন মানুষ হাজির ছিলেন।অভিষেক বন্দ্যোপাধায়কে একটু দেখতে,তাঁর কথা শুনতে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিলো নজর কাড়া।গাড়ীর উপর থেকে যেমন রাস্তার ধারে থাকা মানুষদের
সম্মান জানিয়েছেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক।তেমনি বহু বাড়ির ছাদ থেকে পুষ্প বৃষ্টি করে অভিবাদন জানান এলাকার বাসিন্দারা।

Related News

Also Read