Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

চন্ডিভেটী বাজারে সোনার দোকানে চুরী

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের চন্ডিভেটী বাজারে এক সোনার দোকানে দেওয়ালে সিঁদ কেটে কয়েক লক্ষ টাকার সোনা রুপার জিনিস লুট করে নিয়ে গেল দুষ্টিতকারীরা। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

 

সকালে দোকান মালিক দোকান খুলতে এসে দেখে দেওয়াল কাটা এবং মালপত্র উধাও হয়ে গেছে। এই ঘটনা জানাজানি হতে বহু এলাকাবাসী এসে জড়ো হয়। পরে পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।

Related News

Also Read