পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে দুটি দুটি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো।
স্থানীয়দের থেকে জানা গেছে প্রায় একই সময়ে জলে পড়ে মৃত্যু হয় দুজন শিশু পুত্রের। একজনের বাড়ি ময়না থানার দক্ষিণ চংরাচক গ্রামে।দুর্ঘটনাগ্রস্থ এই ৫ বছরের শিশুর নাম সৌমিত্র দাস । মৃতের বাবা শঙ্কর দাস জানান আজ দুপুর ১১ টা নাগাদ জলে পড়ে মৃত্যু হয় তাঁর ছেলের ।

অন্যদিকে ময়না থানার কলাগেছিয়া গ্রামে পিসি বাড়িতে বেড়াতে এসে মৃত্যু হল তিন বছরের এক শিশু পুত্রের । এই ঘটনাটিও ঘটে প্রায় দুপুর ১১ টা নাগাদ । ময়নায় দুটি শিশু মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post Views: 27