পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু’নম্বর ব্লকের নিজকসবা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর বোগা গ্রামে গত সপ্তাহে বেশ কয়েকটি বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠলো।
বিজেপির অভিযোগ তৃণমূলে যোগদান করার পরে খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শংকর মাইতির নেতৃত্বে এই হামলা হচ্ছে।
অভিযোগ আচমকা রাতের অন্ধকারে তৃণমূলের একদল দুষ্কৃতী বাহিনী বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর বাড়ির আসবাবপত্র ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হয় মোটরসাইকেল বাড়ির চালা। পুকুরে ফেলে দেওয়া হয় চালের বস্তা বাসনপত্র এবং খালে ফেলে দেওয়া হয় বাড়ির ফ্যান ।ভাঙচুর করা হয় ফ্রিজ ।যদিও এই ঘটনা পুরোপুরি পুলিশের সামনে হয়েছে বলে এমনটা অভিযোগ করছে যাদের বাড়ি ভাঙচুর হয়েছে সেই বিজেপি কর্মী সমর্থকেরা বলেন পুলিশের কাছে অভিযোগ জানালেও আমাদের কোন কথা শুনেনি উল্টে ধমক দেয়।
রসুলপুর ঘাটের কাছে দুটি বিজেপি কর্মী সমর্থকদের দোকান বন্ধ করে দেওয়া হয় আজ বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক ও বিজেপি জেলা কমিটির সদস্য পবিত্র দাস ও আরো বহু কর্মী সমর্থকরা ভাঙচুর হওয়া বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছু কর্মী ভয়ে আতঙ্কে বাড়িছাড়া ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে ফিরিয়ে দেওয়া হয়।
এমনকি বাড়ির মহিলাদেরকেও প্রচন্ডভাবে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে আতঙ্কে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই বৃষ্টির মোরসুমে দিন আনা দিন খাওয়া এইসব পরিবারের লোকজনের ক্ষতির সীমা নেই।
