অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার সমাপ্ত হল শনিবার।
এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে সামাজিক সুরক্ষার এবং রক্ত সংকট মুক্তির লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস বলেন দুয়ারে সরকার শিবিরের সঙ্গে রক্তের সংকট মেটানোর জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অর্ধশতাবিক ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া শিবিরে বহু মানুষ আসেন সরকারি একাধিক প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য। তিনি আরো বলেন এবার শিবিরে উদ্যান বিভাগের পক্ষ থেকে উদ্যান পালনের মাধ্যমে কর্মসংস্থানের প্রকল্পের সুবিধাদানের জন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া কর্মদিশা, স্বাস্থ্য পরীক্ষার আয়োজন ছিল। স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বহু মানুষকে নতুন ভাবে চিহ্নিত করা হয়েছে সুগার রোগী এবং প্রেসারের রোগী হিসেবে। এছাড়াও খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, বিভিন্ন প্রকল্পের ভাতা, লক্ষী ভান্ডারের মত জনমুখী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বহু মানুষ আবেদন করেছেন।
তাদের সুবিধা দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া হবে। শিবিরে আসা মানুষজন জানিয়েছেন আমাদের জনপ্রিয় প্রধান রাম গোবিন্দ দাস মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দেন। সেই কারণে শিবিরে শুধুমাত্র আবেদনপত্র জমা দেওয়ার জন্য এসেছি। এলাকাবাসীর দায়িত্ব সবই নিজের কাঁধে তুলে নেন পঞ্চায়েত প্রধান বলে দাবি করেন এলাকার মানুষ। কাঁথি -১ ব্লকের বিডিও অমিতাভ সরকার শিবির পরিদর্শনে জান। মানুষজনের সঙ্গে কথা বলে জানলেন তাদের অসুবিধা কথা। পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। সব মিলিয়ে শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির উৎসবে পরিণত হয়েছিল।