Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

ভগবানপুর ১ ব্লকে সমবায় সমিতির  নির্বাচনে জয়ী তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকে সমবায় সমিতির  নির্বাচনে আবারো তৃণমূলের সাফল্য। সমবায় নির্বাচনে সবুজ ঝড়ে ধরাসায়ী হলো গেরুয়া শিবির। এই সাফল্যে শাসক শিবির উৎফুল্ল।

কড়া নিরাপত্তায়  ভগবানপুর ১ ব্লক  প্রাণী পালন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার। বাড় ভগবান পুর প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভোটগ্রহণ পর্ব চলে।তৃণমূল কংগ্রেসের সমর্থিত  প্রার্থীরা ১৩ টি আসনের মধ্যে ১৩  টি আসনে বিপুল ভোটে জয়লাভ করে ।

এই নির্বাচনে বি জে পি সমর্থিত ১৩ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে।  বামফ্রন্ট সমর্থিত  ৯ জন প্রার্থীও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে । ১৩ টির ১৩ টিতেই তৃনমূল কংগ্রেস সমর্থিত  প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হন। সকল  প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানালেন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মন্ডল, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পন্ডা, ভগবানপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা। তৃনমূল কংগ্রেসের পক্ষ হতে বিজয় উল্লাসে মেতে ওঠে সকলে।

Related News