প্রদীপ কুমার সিংহ :- রক্তদান শিবির হলো একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে । এই কলেজটি বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর বলরামপুর এলাকায়। ছ বছর ধরে এই ইঞ্জিনিয়ারিং কলেজে রক্তদান শিবির হয়। সাধারণত ক্লাব সংগঠনগুলি রক্ত দান করে সাধারণ মানুষ। কিন্তু এখানে রক্তদান করে কলেজের ছাত্র-ছাত্রী ও টিচাররা। প্রায় ৩০০ জন রক্তদাতা রক্ত দান করে। এই ৩০০ জন রক্ত দাতার মধ্যে বেশির ভাগই ২৫ বছরের কম বয়সের ছাত্রছাত্রীরা। বেশিরভাগ রক্ত দাতাই এই প্রথম রক্তদান করলেন। দুটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হয়।
কয়েকজন স্টুডেন্ট সাথে কথা বলে জানা যায় তারা আগে কোথাও রক্তদান করেননি। কিন্তু কলেজের প্রথম বর্ষের ছাত্র হয়ে এই রক্তদান করায় তারা খুবই আনন্দিত হয়েছে। ওই কলেজের সহ-সভাপতি বিনয় ফান্ডের সঙ্গে কথা বলে জানা যায় এই কলেজটি বহু বছর ধরে ই সমাজে বহু সামাজিক মূলক কাজ করে। এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের বড় কাজ বলে মনে করেন। সাধারণত কোন কলেজে কর্তৃপক্ষ রক্তদান শিবির করেনা। কিন্তু বলরামপুরে এই কলেজের ৬ বছর ধরে রক্তদান শিবির করছে।
