শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত কাশীগোড়ি গ্রামে সৃজনশীল সংগঠন লিলিপুটের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন এই সংস্থার উদ্যোগে এলাকার ছোটছোট ছেলেমেয়েদের নিয়ে মানসিক বিকাশের লক্ষ্যে নাচ , গান , আবৃত্তি , বসেআঁকো , ক্যুইজ , যোগব্যয়াম সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এইচর এই সংস্থার প্রথম উদ্যোগ।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সাধন সরকার,সমাজসেবী সন্দিপ গিরি,স্বরুপ মিশ্র,সমীর পন্ডিত সহ বিশিষ্টজনেরা
Post Views: 15