Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

লিলিপুটের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত কাশীগোড়ি গ্রামে সৃজনশীল সংগঠন লিলিপুটের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন এই সংস্থার উদ্যোগে এলাকার ছোটছোট ছেলেমেয়েদের নিয়ে মানসিক বিকাশের লক্ষ্যে নাচ , গান , আবৃত্তি , বসেআঁকো , ক্যুইজ , যোগব্যয়াম সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এইচর এই সংস্থার প্রথম উদ্যোগ।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সাধন সরকার,সমাজসেবী সন্দিপ গিরি,স্বরুপ মিশ্র,সমীর পন্ডিত সহ বিশিষ্টজনেরা

Related News

Also Read