Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

খেজুরীর কামারদা হাইস্কুলে থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির।

লায়ন্স ক্লাব অফ কন্টাই বালুচরীর উদ্যোগে কাঁথি হাসপাতালের সহযোগিতায় বুধবার খেজুরীর কামারদা হাইস্কুলে থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক নির্ণয় শিবির হয়।

শিবিরে ক্লাবের পক্ষে সভাপতি সোমনাথ মণ্ডল, ইন্দ্রজিৎ জানা, শুভ্রান্ত কুমার দাস, জয়দেব বর্মন,গৌতম দত্ত ও ধনঞ্জয় শ্যামল উপস্থিত ছিলেন। শিবিরের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় শ্যামল। আয়জকেরা জানিয়েছেন শিবিরে ৩৬৫ জন ছাত্র-ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সভাপতি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Related News

Also Read