কেউটগেড়িয়ায় ভগ্নপ্রায় ব্রিজ মেরামতের দাবীতে পথ অবরোধ - Ekhansangbad

Select Language

[gtranslate]
১৫ই শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ৩০শে জুলাই, ২০২৫ )

কেউটগেড়িয়ায় ভগ্নপ্রায় ব্রিজ মেরামতের দাবীতে পথ অবরোধ

ব্রিজ সারাইয়ের দাবীতে ব্রিজ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ব্রিজ থেকে খসে পড়ছে সিমেন্টের চাঁই। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।

প্রায় ৮/১০ টি গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই ব্রিজটি। অথচ হেলদোল নাই প্রশাসনের। এগরা ২ ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের কেউটগেড়িয়া ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

সামনেই রয়েছে একটি হাইস্কুল, স্বাস্থ্য কেন্দ্র, সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। চরম ঝুঁকি নিয়ে ঐ ব্রিজ পারাপার করতে হয়। স্থানীয় এলাকাবাসীর দাবী, এই ব্রিজটি প্রায় ৫০/৬০ বছরের পুরোনো ব্রিজ। ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে বহুবছর। কিন্তু দীর্ঘদিন আমরা বহুবার স্থানীয় প্রশাসন, ব্লক অফিস সহ মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি।

এমনকি ব্রিজ মেরামতির জন্য গ্রামের লোকেরা নিজেরা চাঁদা তুলে ঐ ব্রিজটি মেরামত করেছে। রাস্তা সারাইয়ের দাবীতে প্রায় ১ ঘন্টা পথ অবরোধ করে রাখেন এলাকাবাসী। আগামী দিনে এই ব্রিজটি মেরামত না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। তবে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপ আলোক মহাপাত্র জানিয়েছেন, মানুষের এই দাবি ন্যায্য দাবী।

আমি তাঁদের আন্দোলনকে সমর্থন করি। আমরাও বিধায়ক, সাংসদকে জানিয়েছি। আশা করি আগামীদিনে সমস্যার সমাধান হবে। তবে এলাকাবাসীর আন্দোলনে তাঁদের পাশে থাকবো। বিজেপির যুবমোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন, তৃণমূলের আমলে কোনো উন্নয়ন হয়নি। এরা মেলা খেলা নিয়ে ব্যাস্ত। মানুষের এই দাবীগুলি পূরণ না হলে আগামীদিনে এই সরকারকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিবে।

Related News

Also Read

00:44