Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

বাঙ্গালীর ইতিহাস-খাদ্যাভাস-সংস্কৃতি ধ্বংস করার চক্রান্ত করেছে বিজেপি:ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়ন ও পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির আয়োজনে ২৮ তম বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হল কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, আই এন টি টি ইউ সি রাজ্য সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র , কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি ও আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ,গৌরীশঙ্কর মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সমাবেশে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাঙালির খাদ্যাভ্যাস এর সঙ্গে মাছের সম্পর্কের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি এস আই আর আতঙ্কের কিছু ঘটনা তুলে ধরেন এবং তার তীব্র প্রতিবাদ জানান। মৎস্যজীবীদের প্রভিডেন্ট ফান্ডের ফরম পূরণের জন্য আবেদন জানান মৎস্যজীবীদের কাছে।

মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মৎস্য চাষের মাধ্যমে কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন মৎস্যজীবীদের সমস্যার কথা জানতে পেরে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয় এবং ১০০% সমাধানের চেষ্টা করা হয়।

Related News

Also Read