Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

আগামী বছর অরবিন্দ স্টেডিয়ামে বিজয়া সম্মিলনী হবে -শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে কাঁথির ঐতিহাসিক বীরেন্দ্র স্মৃতি সৌধে সোমবার বিজয়া সম্মিলনী হল বিজেপির বিপুল সদস্য সদস্যদের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়,দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, সহ সভাপতি অসীম মিশ্র, জেলা সাধারণ সম্পাদক ডঃ চন্দ্রশেখর মন্ডল, ধীরেন্দ্রনাথ পাত্র প্রমুখ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেন রাজ্যের আইনশৃঙ্খলা, মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকারকে আক্রমণ করেন। ২০২৬ সালের বিধানসভার ভোটে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কর্মীদের উৎসাহিত করেন ।রাজ্যের ‘পাড়ায় পাড়ায় ‘অসুর’ তৈরি হয়েছে তাই রাজ্যের বোনেদের উচিৎ আত্মরক্ষার জন্য ত্রিশূল রাখা।পাশাপাশি দলের নেতা ও কর্মীদের আত্মতুষ্টিতে ভোগার কোন কারণ নেই বলে বলেন। পূর্ব মেদিনীপুরে বিজেপি ক্ষমতার কাছাকাছি রয়েছে দাবি করে তিনি বলেন, ‘এই জেলায় বিজেপি ও তৃণমূলের ভোট শতাংশের হিসেবে ৪৯ শতাংশ। ‘আরও কয়েক শতাংশ ভোট বৃদ্ধি করতে হবে।’ তাঁর বিশ্বাস ৫ শতাংশ অতিরিক্ত ভোটই বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনবেই। এর জন্য দরকার’মেরা বুথ সব সে মজবুদ’ এই মন্ত্রে কাজ করার আহবান জানালেন।

বিরোধী দলনেতার অভিযোগ- ‘বাংলা মেয়েদের জন্য সেফ নয়’ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের সুরক্ষার চেয়ে ভোট ব্যাঙ্ক রক্ষা করতেই বেশি ব্যস্ত।’ বিরোধী দলনেতা ভোটের অঙ্কে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের কথা উল্লেখ করে বলেন, ‘শাসক দল সংখ্যালঘুদের থেকে ৯৫ শতাংশ ভোট পায়।

Related News

Also Read