সব ধরনের দূষন প্রতিরোধ করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে কাঁথি শহরে মিছিল ও পথসভা করলো কাঁথি লিও ক্লাব।
রবিবার সকালে কাঁথি লায়ন্স ক্লাব থেকে একটি বর্নাঢ্য মিছিল বের হয়।সেই মিছিল চৌরঙ্গী মোড়,পোস্ট অফিস মোড়,ক্যালটেক্স মোড় ঘুরে ক্লাবে এসে শেষ হয় ।

কাঁথি লিও ক্লাবের সভাপতি বিজন সাহু জানিয়েছেন বিভিন্ন মোড়ে বক্তব্যের মাধ্যমে পথচলতি মানুষ ও ব্যাবসায়ী-গ্রাহকদের সচেতন করেন জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র,জিএসটি কো অর্ডিনেটার ডাঃ গৌতম জানা সহ লিও সদস্যরা।
উৎসব মরসুমের শুরুতেই মানুষের মধ্যে ডিজে বক্স সহ বিভিন্ন দূষন প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির যে উদ্যোগ কাঁথি লিও ক্লাব নিয়েছে তার প্রশংসা করেছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।

Post Views: 62





