শান্তিকুঞ্জ থেকে মাত্র ২০০ মিটার দুরে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।তবে হাই কোটের নির্দেশ মতো, ‘শান্তিকুঞ্জ’ এবং তার আশপাশের এলাকা শনিবার সকাল থেকেই নিরাপত্তার ঘেরাটোপে।
কাঁথিতে অভিষেকের সভা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। এ নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, শুভেন্দু এবং তাঁর বাবা শিশির অধিকারীর অনুমতি ছাড়া কেউ যাতে ‘শান্তিকুঞ্জ’-এ ঢুকতে না পারেন তা নিশ্চিত করতে হবে পুলিশকে।সেই মত শনিবার সকাল থেকে ‘শান্তিকুঞ্জ’-এ যাতায়াতের দুই রাস্তায় নাকা তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, জনসাধারণের চলাফেরায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই বাড়ির সামনে শব্দমাত্রা মেপে দেখে কাঁথি থানার পুলিশ। সেই সঙ্গে ম্যাজিষ্ট্রেট পর্যায়ের আধিকারিক ওই বাড়ির নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখেন।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জে’-এর সামনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআই, এসআই, এএসআই এবং মহিলা পুলিশ। রয়েছে র্যাফও। কাঁদানে গ্যাসের শেল নিয়ে রয়েছেন সশস্ত্র পুলিশবাহিনীর সদস্যরাও।
এই নিয়ে অবশ্য শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল।যুব তৃনমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে শুভেন্দু।বলেন শুভেন্দু বাবুর নাকি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি আছে,তবে কি সেই সব এলাকাতে কোন রাজনৈতিক সভা হবেনা। মানুষ গদ্দারের থেকে মুখ ফিরিয়েছে।কাঁথির বাসিন্দারাই ওদের সাথে নেই ।তাই নিজেদের লজ্জা ঢাকতে এই সব করছে।