প্রদীপ কুমার সিংহ :- টাটা সুমো ও মোটর বাইকে ধাক্কায় আহত হল একজন। ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তির নাম পঞ্চানন মন্ডল,বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর শাঁখারী পাড়ায়।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর শাখারী পাড়ায় শনিবার দুপুর আড়াইটা নাগাদ।
আহত ব্যক্তি সংবাদিকে জানায় যে তিনি খুব অসুস্থ। তার জ্বর হয়েছে সেই কারণে। বারুইপুরে ডাক্তার দেখাতে আসেন মোটরবাইকে করে। বারুইপুরের ডাক্তার দেখিয়ে দুপুর বেলা কাছারিপাড়া শাখারি পাড়ায় বাড়ি ফিরছিল এমন সময় শাখারী পড়া কাছে একটা গলি থেকে হঠাৎ টাটা সুমো চলে এসে তাকে ধাক্কা মারে ।তাতে করে তার পায়ে গুরুতর আঘাত লাগে।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা পঞ্চানন মন্ডলকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার ডান পায়ে গুরুতর চোট লাগে। চিকিৎসক তার পায়ে এক্সরে করা পরামর্শ দেন ও তিনি এখন বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।