প্রদীপ কুমার সিংহ :- একতলা বাড়ির ছাদে প্যান্ডেলের বাঁশ খুলতে গিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায় মাথায় চোট লেগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক প্যান্ডেল কর্মী ।
আহত ব্যক্তির নাম ইসরাফিল সদ্দার (২২) । বাড়ি বারুইপুর থানা অন্তর্গত বল বলিয়া অঞ্চলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর রামনগর সূর্যপুর এলাকায়।
পরিবারের সুত্রে খবর সূর্যপুর এলাকায় একটা বাড়িতে ছাদে প্যান্ডেলের বাঁশ খুল ছিল। বাঁশের ওপর উঠে অসাবধানবশত নিচে পড়ে গেলে মাথায় গুরুতর চোট লাগে।তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে । আহত ব্যক্তি অনবরত বমি করতে থাকে।
চিকিৎসক তার মাথার স্ক্যান করার জন্য পরামর্শ দেন।আহত ব্যক্তি এখন বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Post Views: 16