1অভয়ার নামের উৎসর্গ করে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো। আর জি করের ডাক্তারী ছাত্রী অভয়ার নৃশংস হত্যার বিচারের দাবিতে লাগাতার নানান প্রতিবাদী কর্মসূচী অনুষ্ঠিত হয়ে চলেছে কাঁথির ছাত্র যুবক সহ সর্বস্তরের নাগরিক সমাজের উদ্যোগে৷ রাত দখল,অভয়ার রাত, আলোর পথে বিচার পেতে, জনতার এজলাস সহ নানান সৃজনশীল প্রতিবাদী কর্মসূচীর মধ্য দিয়ে অভয়ার বিচারের দাবিতে সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কাঁথির সর্বস্তরের মানুষের একটি অরাজনৈতিক প্রতিবাদী মঞ্চ হিসাবে গড়ে উঠেছে৷ এবার এই আন্দোলনকারীরা রাজপথের প্রতিবাদের পাশিপাশি সামিল হলেন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্র যুব সহ নাগরিক সমাজের সাহায্য নিয়ে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ জন দুর্গত মানুষের কাছে প্রায় ৪০ হাজার টাকার ত্রাণ সামগ্রী ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়৷ বুধবার এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক অশোক দাস, তন্ময় ভূঞ্যা, বিতস্তা মন্ডল,অনুপ জানা,সুজয় মাইতি সহ মোট ২৪ জন৷ কাঁথি কলেজের ২০ জন ছাত্র ছাত্রী স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত থেকে এই ত্রাণ শিবির সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য৷
এই কর্মসূচীর উদ্যোক্তাদের পক্ষ থেকে সংঘমিত্রা পাল শিট, ডাঃ সুনীত জানা, প্রধান শিক্ষক ড. সন্দীপ কুমার মিশ্র, অশোক দাস, প্রবীন নাগরিক বাচস্পতি মিশ্র, তন্ময় ভূঞ্যা,বিতস্তা মন্ডলরা জানান— অভয়ার বিচারের দাবিতে এই আন্দোলনে যারা বিভিন্ন সময়ে যোগ দিয়েছেন, তাদের নিয়ে আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে অন্দোলনের মঞ্চ গড়ে তুলেছি৷ সেই মঞ্চের পক্ষ থেকেই ছাত্র ছাত্রী সহ নাগরিক সমাজের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি৷






