Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিজয়া সম্মিলনী

পূর্ব মেদিনীপুর, কাঁথি: বিজয়া সম্মিলনীতে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলিও। মূল দলের পাশাপাশি, এবার জোরকদমে বিজয়ার উৎসবে সামিল হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র উদ্যোগে এক বেসরকারি সভাগৃহে আয়োজিত হল জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন রাজ্য তৃণমূল আইএনটিটিইউসি-র সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র বেজ। পরে এক মনোজ্ঞ অনুষ্ঠানে জেলার নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে একতা ও সংগঠনের বার্তা পৌঁছে দেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পিজুস কান্তি পণ্ডা, জেলা আইএনটিটিইউসি-র সভাপতি শিবুরাম মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক আমিন সোহেল, এবং জেলা সাধারণ সম্পাদক ইমরান আলি খান প্রমুখ।

বক্তব্য রাখতে উঠে নেতারা বলেন, ‘‘শ্রমিক সংগঠন কেবল দাবি আদায়ের ক্ষেত্রেই নয়, সাংগঠনিক ভাবে দলকে মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের অনুষ্ঠান শুধু মিলনের উপলক্ষ নয়, বরং ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতিও বটে।’’

 

সমগ্র অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আমেজ, রাজনৈতিক বার্তা ও দলীয় ঐক্যের দৃঢ় প্রকাশ। নেতাদের বক্তব্য, উপস্থিত সদস্যদের উদ্দীপনা এবং সাংগঠনিক পরিকল্পনায় ফুটে উঠল দলের ভেতরের সংহতি ও শক্তির প্রতিচ্ছবি।

Related News

Also Read