প্রদীপ কুমার সিংহ
কেন্দ্রীয় সরকারের মেরা যুবভারত (যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তর) উদ্যোগে সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষে জেলা স্তরে বিভিন্ন জায়গায় আগামী ৩১ শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পদযাত্রা হবে সেই সঙ্গে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। এই সম্বন্ধে বারুইপুরে মেরা যুবভারত অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন মেরা যুব ভারতের দপ্তরের আধিকারিক সুজাতা ভৌমিক বৃহস্পতিবার দুপুরে। তিনি সাংবাদিকদের জানান

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী স্মরণে দেশব্যাপী ‘সর্দার একতা পদযাত্রা’ অভিযানের ঘোষণা করেছে। মন্ত্রকের ‘মাই ভারত’ (MY Bharat) পোর্টালের মাধ্যমে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হল দেশের যুবসমাজের মধ্যে ঐক্য, দেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং ‘এক ভারত, আত্মনির্ভর ভারত’-এর আদর্শকে দৈনন্দিন জীবনে গ্রহণ করতে উৎসাহিত করা।
এই অভিযানটি বৃহত্তর ‘বিকশিত ভারত পদযাত্রা’-এর একটি অংশ, যা রাষ্ট্রনির্মাণের ভাবনাকে সামনে রেখে যুবকদের, বিশেষত জাতি গঠনে আরও সক্রিয় করতে অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন
ডিজিটাল পর্যায়ের শুভ সূচনা গত ৬ অক্টোবর, ২০২৫-এ কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডবিয়া আনুষ্ঠানিকভাবে ‘মাই ভারত’ পোর্টালে এই অভিযানের ডিজিটাল পর্যায়ের সূচনা করেন। এই পর্বে একটি সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা, একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং ‘সর্দার@১৫০ ইয়ং লিডারস প্রোগ্রাম’ অন্তর্ভুক্ত রয়েছে। এই কর্মসূচির অধীনে, ১৫০ জন বিজয়ী জাতীয় পদযাত্রায় অংশগ্রহণের এক ঐতিহাসিক সুযোগ পাবেন।
দুই ধাপে অনুষ্ঠিত হবে অভিযান
এই ‘সর্দার@১৫০ একতা পদযাত্রা’ অভিযানটি দেশজুড়ে দুটি প্রধান ধাপে অনুষ্ঠিত হবে:
জেলা স্তরের পদযাত্রা (৩১শঅক্টোবর – ২৫ নভেম্বর)
* প্রতিটি সংসদীয় কেন্দ্রে ৩ দিনের জন্য ৮-১০ কিমি দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হবে।
* পদযাত্রার আগে স্কুল ও কলেজে সর্দার প্যাটেলের জীবনীর উপর প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার এবং পথনাটক সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।
* যুবকদের ‘নেশা মুক্ত ভারত’ গড়ার শপথ এবং ‘গর্ব সে স্বদেশী’ শপথ গ্রহণ করানো হবে। একইসঙ্গে স্বদেশী মেলা, যোগা ও স্বাস্থ্য শিবির এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

* পদযাত্রার সময় অংশগ্রহণকারীরা সর্দার প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং আত্মনির্ভর ভারত শপথ গ্রহণ করবেন।
জাতীয় মার্চ (২৬শে নভেম্বর – ৬ই ডিসেম্বর, ২০২৫):
* এটি গুজরাটের কারামশাদ থেকে কেভাদিয়ার ‘স্ট্যাচু অফ ইউনিটি’ পর্যন্ত ১৫২ কিমি দীর্ঘ পদযাত্রা হবে।
* পথের ১৫২টি স্থানে সর্দার প্যাটেলের জীবনীর উপর প্রদর্শনী এবং ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরে উৎসবের আয়োজন করা হবে।
* প্রতি সন্ধ্যায়, প্রখ্যাত পণ্ডিতদের দ্বারা সর্দার প্যাটেলের জীবন ও কৃতিত্ব নিয়ে ‘সর্দার গাথা’ অধিবেশন অনুষ্ঠিত হবে।
নিবন্ধন ও অংশগ্রহণ
এই ঐতিহাসিক উদ্যোগে অংশগ্রহণের জন্য সমস্ত নিবন্ধন ও কার্যকলাপ। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল পাওয়ার লিটার সুমিতা মালিক, দক্ষিণ 24 পরগনা জেলার পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দেবব্রত মারিক।





